জনপ্রিয় ওয়েব প্লাটফর্ম হইচই প্রতি বছর ভালোবাসা দিবস উপলক্ষে ‘পাঁচফোড়ন’ শিরোনামে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সিরিজ নির্মাণ করে। পাঁচটির মধ্যে বাংলাদেশ থেকে দুজন এবং ভারত থেকে তিনজন নির্মাতা কাজ করেন। গত বছর এই সিরিজের জন্য বাংলাদেশ থেকে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তৌকীর আহমেদ ও দীপঙ্কর দীপন। এ বছর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন গিয়াস উদ্দিন সেলিম এবং অন্যটির দায়িত্বে নূরুল আলম আতিক।
গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘থ্রি কিসেস’। চিত্রনাট্যের কাজ শেষ। চলতি মাসের শেষের দিকে ‘থ্রি কিসেস’-এর শুটিং শুরু হবে। এতে অভিনয় করবেন স্বাগতা, মনির খান শিমুল, আহমেদ হাসান সানি ও মিম রশিদ।
এদিকে মনপুরা ও স্বপ্নজালের পর নিজের তৃতীয় ছবি ‘পাপপুণ্য’র পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত আছেন গিয়াস উদ্দিন সেলিম। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও শাহনাজ সুমী প্রমুখ। ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে ছবিটি।
বিডি প্রতিদিন/ফারজানা