নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতজুড়ে বিক্ষোভ শুরু হলেও এ নিয়ে মুখ খোলেননি বলিউডের বড় বড় তারকারাই। অথচ তারাই সবচেয়ে বড় এই গণতান্ত্রিক দেশটির আইকন বলে বিবেচিত হন। বলিউডের এই নির্মম নিরবতায় 'হ্যাশট্যাগ শেম অন বলিউড' ট্রেন্ড চালু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে বলিউড তারকাদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের আরেক তারকা অভিনেত্রী কঙ্গনা রনৌত। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এসব অভিনয়শিল্পীদের নিজেদের আচরণে লজ্জা হওয়া উচিত। বলিউডে যে কাপুরুষে ভর্তি এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।
কঙ্গনা আরও বলেন, এসব ব্যক্তিরা সবসময় সবকিছুর ভয়ে থাকে। আমার দেখা তারাই সবচেয়ে ভীতু প্রাণী। তারা কাপুরুষ এবং মেরুদণ্ডহীন। এ কারণেই তারা বাইরের লোকদের নিয়ে ব্যাঙ্গ করে। তারা নারীদের নিয়ে বিদ্রুপ করে কারণ তারা কাপুরুষ। তাদের নিয়ে কোনো আশা নেই। আমাদের উচিত তাদের আইকন হিসেবে জাহির করা বন্ধ করা। তাদের অগ্রপথিক হিসেবে দেখা বন্ধ করা। তারা যেমন তাদের তেমনভাবেই দেখা উচিত। তাদের উপস্থিতি শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমে, মেকআপ, কাপড়ের পোস্টে, সারাদিন জিমে পেশী ফুলিয়ে বেড়ানোতে। এটাই তাদের সত্যিকারের রূপ। তাদের চরিত্র সম্পর্ক সঠিক ধারণা থাকলে আপনি হতাশ হবেন না। আমাদের জানা উচিত সত্যিকারের রোল মডেল কে।
বিডি প্রতিদিন/ফারজানা