সিডি চয়েস মিউজিক থেকে প্রকাশিত হতে যাচ্ছে উম্মে হাবীবা’র তিনটি গানের ভিডিও। নেত্রকোনা জেলার সন্তান উম্মে হাবীবা’র বাবা একজন সরকারি চাকরিজীবী ও মা গৃহিনী। মায়ের অনুপ্রেরণায় হাবীবা’র গানের জগতে আসা। উম্মে হাবীবা বর্তমানে নবম শ্রেণিতে অধ্যয়নরত। ওস্তাদ ওবায়দুল্লাহ তারেকের হাতে তার গানের হাতখড়ি। উম্মে হাবীবা নিয়মিত শিল্পকলা একাডেমিতে গান শিখছেন।
ইতিমধ্যে উম্মে হাবীবা তার ওস্তাদ ওবায়দুল্লাহ তারেকের পরিচালনায় তিনটি গানের ভিডিও সম্পন্ন করেছেন। গানগুলো হচ্ছে, যারে পাখি- কথা ও সুর: এম ও তারেক, সংগীত: রোজেন, স্বপ্নের সাথে- কথা ও সুর: এম ও তারেক, সংগীত: রোজেন, ও এই সুন্দর সোনালী সন্ধ্যায় - কথা: গৌরি প্রসন্ন মজুমদার, সুর: অমল মুখপাধ্যায়, সংগীত: নাফিজ।
এ প্রসঙ্গে ওবায়দুল্লাহ তারেক বলেন, হাবীবা বয়সে ছোট হলেও অনেক সুন্দর গান করে। তাই তার জন্য আমি তিনটি গান করেছি। ভবিষ্যতে হাবীবা অনেক ভালো করবে বলে আমি বিশ্বাস করি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন