সম্প্রতি প্রকাশিত হয়েছে সঙ্গীত শিল্পী এসকে শানুর নতুন একটি মিউজিক ভিডিও। ‘ভার্জিন পোলা’ শীর্ষক চটুলধর্মী কথার এই গানটি লিখেছেন মামুন আফনান রুমি। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেমো বিপ্লব।
রনি শিকদার জিতুর পরিচালনায় গানটির ভিডিওতে অভিনয় করেছেন শাওন খান অর্ক, মামুন আফনান রুমি, অধরা ইসলাম, রিদ্দিয়া সুমাইয়া। বিকাশ সাহার চিত্রগ্রহণে গানের কোরিওগ্রাফার ছিলেন নুহু রাজ চৌধুরী। গানটি প্রকাশিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসডিকে মিউজিক স্টেশন এর ব্যানারে।
গানটি প্রসঙ্গে পরিচালক রনি শিকদার জিতু বলেন, ‘একটু চটুলধর্মী কথার গান এটি। ভিডিওতেও সেই মজা আর বিনোদনের বিষয়টি তুলে ধরা হয়েছে। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন