প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হয়েছে মোহাম্মদ মামুনের নতুন গান ‘নেই কিছু আর’। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর করেছেন মোহাম্মদ মিলন। আর সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি।
অন্তর হাসানের পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন নিলয় ও শেলী। ইয়াসিন বিন আরিয়ানের চিত্রগ্রহণে গানটির সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন মাহফুজ নাঈম। নতুন ভিডিও প্রসঙ্গে কণ্ঠশিল্পী মামুন বলেন, ‘গানটি মূলত এই সময়ের শ্রোতাদের জন্য তৈরি করা হয়েছে। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’
এদিকে, এ বছর বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা গেছে মডেল নিলয়কে। তিনি জানান, ‘এই গানটি আমার খুব প্রিয় একটি গান। রোমান্টিক এই গানটির মিউজিক ভিডিওটিও ভালো হয়েছে। দর্শক-শ্রোতারা মজা পাবেন।’
বিডি-প্রতিদিন/শফিক