ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে টানা কয়েক দিনের মতো শুক্রবারও বিক্ষোভে উত্তাল দেশটির বিভিন্ন রাজ্য। এরই মধ্যে আচমকাই কড়া সমালোচনার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি।
সম্প্রতি একটি সংস্থার বিজ্ঞাপনের জন্য মডেলিং শুরু করেন দিশা। যেখানে বিকিনি পরা অবস্থায় দেখা যায় তাকে। দিশার ওই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় সমালোচনা। গোটা দেশ জুড়ে নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরব। তখন দিশা কীভাবে ওই ধরনের ছবি শেয়ার করেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।
দিশার ছবি দেখে অনেকে তাকে ক্ষমতাসীন দল বিজেপির সমর্থক বলে মন্তব্য শুরু করেন। তাদের দাবি, এনআরসি এবং সিএএ থেকে নজর ঘোরাতেই দিশাকে দিয়ে ওই ধরনের ফটোশুট করানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন