সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নিলেন গায়ক আদনান সামি। সম্প্রতি, ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন ইমরান খান।
ভারতে চলতি সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ-আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, মোদির অধীনে ভারত ধীরে ধীরে হিন্দু আধিপত্যবাদী বিষয়সূচি নিয়ে এগিয়ে চলছে। প্রথমত, কাশ্মীরে বেআইনি দখল। দ্বিতীয়ত, আসামে ২৯ লক্ষ মুসলিমের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া। ডিটেনশন ক্যাম্প তৈরি করা। এখন নাগরিকত্ব আইন পাশ করা। এরই প্রতিবাদে পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক আদনান সামি নাম না করে ইমরান খানকে তীব্র কটাক্ষ করে টুইট করে লিখেছেন, ভারতে বসবাসকারী মুসলিমরা অনেক সুখী এবং গর্বিত। তাই, ভারতের নাগরিকত্ব আইন নিয়ে সীমান্তের ওপারে থাকা মানুষদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। ভারতের মুসলিমরা ভালো আছে এবং বুক ফুলিয়ে বসবাস করছে।
উল্লেখ্য, জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক হলেও ৪৬ বছর বয়সী সংগীতশিল্পী আদনান সামি এখন ভারতের নাগরিক। বৃহস্পতিবার তার টুইটারে জ্বালা ধরানো কিছু মন্তব্য শেয়ার করেন। অবশ্য এর আগেও তিনি নাগরিকত্ব সংশোধন আইনের পক্ষে সাফাই গেয়েছেন। বরাবরই তিনি বিবিধ বিষয়ে নাক গলিয়ে থাকেন এবং এজন্য বারবার ট্রলিংয়েরও শিকার হয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক