জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত সিনেমার নাম বদলে গেছে। ‘একটু প্রেম দরকার’ শিরোনামের ছবিটির নতুন নাম রাখা হয়েছে ‘ক্রিমিনাল’। এ বিষয়ে পরিচালক শাহীন সুমন বলেছেন, ‘একটু প্রেম দরকার’ সিনেমার নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘ক্রিমিনাল’। সিনেমাটির গল্পের উপর ভিত্তি করেই নামের পরিবর্তন করা হয়েছে।
এরইমধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। পরিচালক জানান, বেশকিছু সম্পাদনা বাকি আছে। আগামী সপ্তাহে কালার কারেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করব। নতুন বছরের মাঝামাঝিতে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা