ভারতের সম্মানজনক 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে ভূষিত করা হল বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে। চলচ্চিত্রজগতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। আজ রবিবার দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে এই সম্মাননা প্রদান করেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
শারীরিক অসুস্থতার কারণে চলতি বছরের ২৩ ডিসেম্বর ৬৬তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বচ্চন। সে সময়ই ঘোষণা দেয়া হয় ২৯ ডিসেম্বর এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে অমিতাভ বচ্চনের হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের সাথে ছিলেন তার স্ত্রী জয়া বচ্চন এবং পুত্র অভিষেক বচ্চন।
পুরস্কার পেয়ে রাষ্ট্রপতি এবং দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর কে ধন্যবাদ জানান বিগ বি। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, 'এটা ভগবানের অনুগ্রহ, আমার বাবা মায়ের আশীর্বাদ। চিত্রজগতে আমার সহকর্মীদের সমর্থন এবং ভারতের অসংখ্য মানুষের ভালোবাসার কারণে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। দাদাসাহেব ফালকে পুরস্কার চালু হওয়ার পর প্রায় ৫৯ বছর পার হয়ে গেছে এবং সেই থেকে আমি এখনও এই পেশায় কাজ করে চলেছি। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতার সাথে এই পুরস্কার গ্রহণ করছি।'
উল্লেখ্য, ভারতীয় সিনেমার জনক ধুনদিরাজ গোবিন্দ ফালকের (দাদাসাহেব ফালকে নামেই পরিচিত) নাম অনুসারে ১৯৬৯ সালে এই পুরস্কার চালু হয়। ভারতীয় চলচ্চিত্রের প্রবৃদ্ধি ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। পুরস্কার হিসাবে প্রাপককে দেওয়া হয় একটি স্বর্ণ কমল এবং ১০ লাখ রুপির চেক।
বিডি-প্রতিদিন/শফিক