দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত চলচ্চিত্র 'বিউটি সার্কাস' মুক্তি পেতে যাচ্ছে বাংলা নববর্ষে। ২০১৬ সালে সরকারি অনুদান পাওয়া এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। এতে প্রথমবারের মতো সার্কাসকর্মীর চরিত্রে অভিনয় করেছেন জয়া।
বৈশাখে প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ছবিটির নির্মাতা। তিনি বলেন, বর্তমানে ছবিটির ডাবিংয়ের কাজ চলছে। কয়েকদিনের মধ্যে আশা করছি ডাবিং শেষ হবে। এরপর এটি সেন্সরে জমা দেয়া হবে এক মাসের মধ্যেই। সব ঠিক থাকলে বাংলা নববর্ষে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছা আছে।
এ ব্যাপারে জয়া গণমাধ্যমকে বলেন, 'বিউটি সার্কাস' ভিন্ন ধাঁচের একটি চলচ্চিত্র, যেখানে দর্শক নতুন এক জয়া আহসানকে আবিষ্কার করবেন। গল্প ও নির্মাণেও আছে ভিন্নতার ছাপ। একটু দেরিতে হলেও চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে- এটা আনন্দের বিষয়।
বিডি-প্রতিদিন/শফিক