গত ৬ ডিসেম্বর কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে এই বিয়ের পর প্রশংসার পাশাপাশি অনেকের সমালোচনার স্বীকার হয়েছেন মিথিলা। যা নিয়ে সম্প্রতি এক স্ট্যাটাসে স্বামীর হেয়কারীদের কষে এক থাপ্পড় মারার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
এবার স্বামীর প্রতি তার ভালোবাসার আরও একটি প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়। সৃজিতকে ‘মিস’ করছেন মিথিলা। তাই ঢাকায় আসার নিমন্ত্রণ করলেন বরকে।
মঙ্গলবার রাতে নিজের টুইটার হ্যান্ডেলে সৃজিতের উদ্দেশে মিথিলা লিখেছেন, “কবে আসবে ঢাকায়?” তারপর একটা চুমু একটা লজ্জা পাওয়ার ইমোজি। অবশ্য যার জন্য এই টুইট মিথিলা করেছেন এই রিপোর্ট করা পর্যন্ত সেই সৃজিত এখনও এর কোনও উত্তর দেননি।
বিডি-প্রতিদিন/মাহবুব