হঠাৎ সিনেমার মহরতে হাজির হলেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। বুধবার সন্ধ্যায় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-এফডিসিতে অনুষ্ঠিত 'আকবর টাইমস' সিনেমার মহরতে হাজির হন তিনি। আতিকুল ইসলাম সিনেমাটির জন্য শুভকামনা জানিয়ে বলেন, চলচ্চিত্রটাকে মূলত শিল্পীদেরকেই এগিয়ে নিতে হবে। কথা দিচ্ছি, উত্তর সিটি শিল্পীদের পাশে থাকবে, এফডিসির পাশে থাকবে। আমি বলবো, এ ছবির সিক্যুয়েল হবে পাঁচ বছর পরে। নাম হবে ওয়ান্স আপন অ্যা টাইম নর্থ সিটি!
জানা গেছে, এই ছবির মধ্য দিয়ে রাজধানীর গ্যাং কালচার উঠে আসছে রুপালি পর্দায়। ছবির গল্পে তুলে ধরা হবে ঢাকার গ্যাং কালচার ও আন্ডারওয়ার্ল্ডের কাহিনী। যেখানে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃদপিণ্ডটাকে বুক পকেটে পুরে রাখে একজনই! তিনি হলেন ‘আকবর’। যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক ইমন। ছবির ট্যাগ লাইন ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’।
সৈকত নাসির পরিচালিত এ ছবিতে নায়িকা থাকছেন ‘বিজলী’ খ্যাত ববি। তিনি সুলতানা চরিত্রে অভিনয় করছেন এই ছবিতে। সুলতানা চরিত্রটি আশি থেকে নব্বই দশকের একজন জনপ্রিয় তারকার চরিত্র। ছবির গল্পে সুলতানা চরিত্রও নিয়ে গুরুত্বপূর্ণ কাহিনী আবর্তিত হবে।
সিনেহল মাল্টিমিডিয়ার প্রথম প্রযোজিত ছবি ‘আকবর টাইমস : ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ এর গল্প রণক ইকরামের, চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবুর এবং সংলাপ আসাদ জামানের। ছবিটির শুটিং শুরু হচ্ছে আগামীকাল থেকে।
বিডি-প্রতিদিন/শফিক