হার্টে ব্লক ধরা পড়েছে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের। বর্তমানে তিনি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত ১ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সেখানে যান তিনি।
ডিপজলের মেয়ে ওলিজা ফেসবুকে লিখেছেন, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তার হার্টে ব্লক ধরা পড়েছে। বর্তমানে দুবাইয়ে তার চিকিৎসা চলছে।
এর আগে ২০১৭ সালে হার্টের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের চিকিৎসা করতে হয়েছিল ডিপজলকে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টে সফল বাইপাস অস্ত্রোপচার হয়। এরপর তিনি সুস্থ হয়ে উঠেন।
বিডি প্রতিদিন/ফারজানা