ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেছেন মর্মে পিবিআই-এর প্রতিবেদনের বিষয়ে নারাজি দাখিলের জন্য সময় পেলেন তার মা নীলা চৌধুরী। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
এদিন এই মামলায় পিবিআই-এর প্রতিবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি ছিল। তবে এদিন মামলার বাদী সালমান শাহ’র মা নীলা চৌধুরীর পক্ষে নারাজি দাখিলে সময় আবেদন করেন তার আইনজীবী ফারুক আহাম্মদ।
আবেদনে তিনি বলেন, সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় আমাদের কাছে যেসব সাক্ষ্যপ্রমাণ ছিল সব আদালতের মাধ্যমে আমরা পিবিআইকে সরবরাহ করেছি। এরপরও তদন্তে সেসব সাক্ষ্যপ্রমাণের প্রতিফলন ঘটেনি। মামলার বাদী সালমানের মায়ের সঙ্গে কথা হয়েছে, আমরা এই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দেব।
তিনি আরও বলেন, মামলার বাদী সালমান শাহ’র মা লন্ডনে অবস্থান করছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তিনি দেশে আসতে পারছেন না। তাই নারাজি দেওয়ার জন্য সময় প্রার্থনা করছি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে প্রতিবেদনের উপর গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য নতুন এ দিন ঠিক করেন।
বিডি-প্রতিদিন/শফিক