বরিশালে নির্মিত হচ্ছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘কুড়িয়ে পাওয়া সিম’। শুক্রবার বিকালে নগরীর বগুড়া রোডের মল্লিকা কিন্ডার গার্ডেনে ফিতা কেটে শুটিং মহড়ার উদ্বোধন করেন চলচ্চিত্রের কলা-কৌশলী ও শিল্পিরা।
শনিবার থেকে শুরু হবে নিয়মিত শুটিং। প্রাচ্যের ভেনিস বরিশালে একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘কুড়িয়ে পাওয়া সিম’। বরিশালের বিভিন্ন স্থানে একঝাঁক নতুন সম্ভাবনাময় শিল্পির পাশাপাশি সিনিয়র শিল্পিরাও এই স্বল্পদৈঘ্য চলচিত্রে অভিনয় করবেন।
তরুন মেধাবি নির্মাতা শহিদুল ইসলাম ইমন সত্য ঘটনা অবলম্বনে নতুন স্বল্প দৈর্ঘ্যরে চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী।
বিকেলে মল্লিকা কিন্ডার গার্ডেনে মহড়া অনুষ্ঠানে নাট্যলেখক আরিফ সুমন, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের অভিনয় শিল্পি সিরাজুল মনিম টিটু, মশিউর রহমান পল্টন, আরিফ সুমন, তাসনিম সেহতাজ, জান্নাতুল পিয়া, অভি, মনিকা চৌধুরী, সৈয়দ মুরসালিন রিমেল, অভিষেক চক্রবতি, হুমায়ুন কবির, শুভ্রা সাহা, ফিরোজা ফরিদ, রফিকুল ইসলাম, রিক্তা দাস, সুস্মিতা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নির্মাতা শহিদুল ইসলাম ইমন জানান, দির্ঘ ১ মাস গ্রুমিং রির্হাসেলের মধ্য দিয়ে প্রস্তুতিপর্ব সম্পন্ন করে শুটিং শুরু করেছেন তারা।
বিডি প্রতিদিন/হিমেল