জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস আই টুটুল। গানের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও। আর তরুণ প্রজন্মের প্রতিভাবান গায়িকাদের মধ্যে অন্যতম তাসনিম আনিকা। করোনাকালীন বিরতি ভেঙে আবারও গানে সরব হয়েছেন।
এরই মধ্যে প্রথমবারের মতো একসঙ্গে একটি চলচ্চিত্রের দ্বৈতগানে প্লেব্যাক করলেন এস আই টুটুল-আনিকা। শফিক হাসান পরিচালিত ‘দি অ্যাডভাইজার’ চলচ্চিত্রে ‘তুমি আলতো প্রেমে দু’হাত বাড়ালে’ শিরোনামের একটি গানে একসাথে গাইতে শোনা যাবে টুটুল ও আনিককে।
সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর-সংগীত করেছেন শামীম মাহমুদ। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে রাজধানীর ফোকাস স্টুডিওতে। নতুন প্লেব্যাক প্রসঙ্গে এস আই টুটুল বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে দেড় বছর দূরে ছিলাম প্লেব্যাক থেকে। তবে দেশে ফিরেই আবার নিয়মিত কাজ করছি। আনিকা নতুন শিল্পী হিসেবে ভালো কাজ করছে। আমার সঙ্গে আনিকার এই গানটি বেশ ভালো হয়েছে।
তাসনিম আনিকা বলেন, সম্প্রতি ইফতেখার চৌধুরী পরিচালিত ‘লন্ডন লাভ’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছি। শফিক হাসান ভাই পরিচালিত ‘দি অ্যাডভাইজার’ সিনেমার ‘তুমি আলতো প্রেমে দু’হাত বাড়ালে’ গানটি রোমান্টিক একটি গান। আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আশা করছি, আমার টুটুল ভাইয়ের ডুয়েট গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।
বিডি-প্রতিদিন/শফিক