পেশোয়ারের প্রাসাদোপম দুই অট্টালিকা—একটি 'কাপুর হাভেলি', অন্যটি দিলীপ কুমারের পৈতৃক ভিটে। বলিউডের কিংবদন্তী দুই অভিনেতা দিলীপ কুমার ও প্রয়াত রাজ কাপুরের প্রাসাদ সমান দুই বাড়ির অবস্থাই এখন জরাজীর্ণ।
ইট, পাথর খসতে শুরু করলেও ঐতিহ্যের কথা ভেবেই গত সেপ্টেম্বরে এই দুই অট্টালিকাকে ন্যাশনাল হেরিটেজের তকমা দিয়েছিল পাকিস্তান সরকার।
দুই বাড়ি যাতে ভেঙে ফেলা না হয় সে জন্য একাধিকবার প্রস্তাবও যায় পাকিস্তান সরকারের কাছে। অট্টালিকা দুটি কিনে নেওয়া হবে কিনা সে ব্যাপারে এতদিন কথাবার্তা চলছিল।
জানা গেছে, বাড়ি কিনে নেওয়ার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দামও ঠিক করে ফেলেছে পাকিস্তান সরকার। দিলীপ কুমারের চার মহলা বাড়ির দাম ঠিক হয়েছে ৮০ লক্ষ ৫৬ হাজার টাকা।
রাজ কাপুরের সাত ছয় মহলা অট্টালিকার দাম ১ কোটি ৫০ লক্ষ টাকা। দুই বাড়ির দাম ঠিক করেছেন পেশোয়ারের ডেপুটি কমিশনার মহম্মদ আলি আজঘর। সূত্র : দ্য ওয়াল।
বিডি-প্রতিদিন/শফিক