কান্ট্রি মিউজিক হল অব ফেমে নাম লেখানো প্রথম আফ্রিকান আমেরিকান সঙ্গীতশিল্পী চার্লি প্রাইড মারা গেছেন। শনিবার কভিড-১৯ সংক্রমণজনিত জটিলতার তার মৃত্যু হয়। মৃত্যুকালে চার্লি প্রাইডের বয়স হয়েছিল ৮৬ বছর।
কান্ট্রি মিউজিকে সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন ছিলেন চার্লি প্রাইড। ১৯৬০ এর দশকে তার জনপ্রিয়তা তুঙ্গে উঠে।
চার্লি প্রাইড মোট ৩টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন। ২০১৭ সালে পান আজীবন সম্মাননা।
বিডি প্রতিদিন/ফারজানা