কিছুদিন আগে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সেখানে অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন এই নায়িকা। যা মেনে নিতে পারেননি একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। সেই অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন রেসি।
তিনি বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিটা কোনো ফাজলামি করার জায়গা না। ফিল্ম না দেখে, ফিল্ম এর নায়ক, নায়িকা কে কে কাউকে না চিনে, তাদের শিক্ষাগত যোগ্যতা কতখানি সেটা না জেনে, এভাবে কোনো অভিনেতা-অভিনেত্রীকে ছোট করে কথা বলার অধিকার তোমার নাই।
রেসি আরও বলেন, ‘sorry to say misty jannat, আমি নিজে একজন ফিল্ম এর অভিনেত্রী হয়ে তোমার এই কথাগুলো হজম করতে পারলাম না। ফিল্ম ইন্ডাস্ট্রিটা কোনো ফাজলামি করার জায়গা না। আগে বড়দেরকে সম্মান দিতে শেখো। তারপর নিজের অবস্থানটা তৈরি করো।’
ওই অনুষ্ঠানে মিষ্টি জান্নাতকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সবচেয়ে সেরা নায়িকা কে? উত্তরে মিষ্টি জান্নাত বলেন, ‘যে যার দিক থেকে সেরা।’ তার কাছে একটি নাম জানতে চাইলে তিনি বলেন, ‘একটা নাম বলতে পারবো না।’ একই উত্তর মেলে সেরা নায়কের বেলাও। এরপর তার কাছে জানতে চাওয়া হয়, আপনার দেখা সেরা চলচ্চিত্র কোনটি? উত্তরে তিনি বলেন, ‘আসলে বাংলা ছবি আমি দেখতাম না কখনো।’
বিডি-প্রতিদিন/শফিক