রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে ফেলেছেন সারা আলী খান। এবার গুঞ্জন রটেছে, বলিউডের আরেক রণবীর, রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন এ তারকা কন্যা। ছবিটি পরিচালনা করছেন 'অর্জুন রেড্ডি' ও 'করীর সিং' খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি।
ফিল্মফেয়ার জানিয়েছে, ছবির জন্য এরইমধ্যে অডিশন দিয়েছেন সারা। পরিচালকের সঙ্গেও দেখা করেছেন। এখন সিদ্ধান্ত নেবেন নির্মাতা।
ছবিতে রণবীরের যুক্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে তিনি ছবিটিতে কাজ করার বিষয়ে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে ফিল্মফেয়ার।
বিডি প্রতিদিন/ফারজানা