অভিনয়ে অসাধারণ সাফল্যের পর এবার টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনায় আসছেন নুসরাত ইমরোজ তিশা। নতুন বছরের শুরুতেই উপস্থাপক তিশার আবির্ভাব ঘটতে যাচ্ছে। অনেক স্টেজ শো উপস্থাপনা করার অভ্যাস আছে তার।
প্রেজেন্ট বাই গ্রামীণফোন ফোরজি ‘দ্য বক্স’ নামে একটি গেম শো সঞ্চালনার দায়িত্ব পালন করবেন তিনি। আজ ৩১ ডিসেম্বর থেকে এনটিভিতে এবং এটিএন বাংলায় ১ জানুয়ারি থেকে ‘দ্য বক্স’ অনুষ্ঠানটি প্রচার হবে।
তিশার এ অনুষ্ঠানে প্রথমবারের মতো অতিথি হয়ে আসবেন অভিনেতা সিয়াম ও অভিনেত্রী নাবিলা। জানা গেছে, প্রথম মৌসুমে ৫টি পর্ব প্রচার করা হবে। এটি প্রযোজনা করছেন শাহরিয়ার শাকিল।
বিডি-প্রতিদিন/শফিক