‘ভাইজান’ খ্যাত বলিউড সুপারস্টার খান তার ছোটবেলার বন্ধুর বিয়ের ভিডিও শেয়ার করে যা করলেন, তা দেখে নেটিজেনরা হেসে ফেললেন। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পুরনো স্মৃতির সেই ভিডিও শেয়ার করে গতকাল মঙ্গলবার সালমান জানান, ৩৩ বছর আগে বিয়ে করেন তার বন্ধু সাদিক। তার সঙ্গে রেহানার বিয়ের এত বছর পর সালমান তাদের নতুন করে শুভচ্ছা জানান।
এত বছর ধরে সাদিককে নিয়ে রেহানা যেভাবে সবকিছু সুন্দর করে চালিয়ে যাচ্ছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে সালমান এও বলেন, ‘সময় আছে, রেহানা পালিয়ে যাও।’ বন্ধুর স্ত্রীকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে ভিডিওর সঙ্গে সালমান যা লেখেন, তার পুরোটাই মজার ছলে। তবে বলিউড ভাইজানের ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা লুফে নিয়ে নেটিজেনরা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সূত্র : জি নিউজ।
বিডি-প্রতিদিন/শফিক