আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনেক নাটকই ইতোমধ্যে নির্মাণ শেষ হয়ে গেছে বা হচ্ছে। সেই সূত্র ধরেই নতুন একটি নাটক নির্মাণ শেষ হলো। নাটকটির নাম ‘ব্রেকআপ বয়’। মাসুদুল হাসানের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন কুদরত উল্লাহ। এটি নির্মাণ করেছেন সহিদ উন নবী।
এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সাবিলা নূর, কায়েজ চৌধুরী, নির্জন মোমিন, জয়নাল জ্যাক, মান্তাহাসহ আরও অনেকে।
নাটকটির নির্মাতা নবী বলেন, ‘কুদরত উল্লাহর চিত্রনাট্যে ভালোবাসা দিবসে আরও বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছি। এই নাটকটির গল্প ও চিত্রনাট্যও বেশ ভালো হয়েছে। সবসময় আমার নির্মাণে ভিন্নতা রাখার চেষ্টা করি। আশা করি, ভালোবাসা দিবসে এই নাটকের ক্ষেত্রেও ভিন্ন কিছুই দর্শক দেখতে পাবেন।
জোভান বলেন, অভিনয়ের জায়গা থেকে চেষ্টা করি সবসময় দশর্কদের মজার ছলে কিংবা সিরিয়াস হয়ে ভালো কিছুর মেসেজ দেওয়ার। ব্রেকআপ বয় নাটকের ক্ষেত্রেও তাই ঘটেছে। আমার ভক্তরা এই নাটকে আমাকে নতুনভাবে দেখতে পাবেন। ভালো লাগবে সবার।
সাবিলা নূর বলেন, ভিন্ন চরিত্র করতেই এখন বেশি ভালো লাগে। এই নাটকের ক্ষেত্রে বলতেই পারি, চরিত্রটা অনেকটা মজার আবার অনেক সাসপেন্স আছে।
নির্বাহী প্রযোজক- আকবর হায়দার মুন্নার প্রযোজনায় নাটকটি ভালোবাসা দিবসে বিগ বি এন্টারটেইন্টমেন্ট চ্যানেলে যেকোনো সময় প্রচার হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ