নাটকের গানে কণ্ঠ দিলেন তানজীর ও দিলশাদ নাহার কনা। ‘তুই মন খারাপের ছুটি’ শীর্ষক গানটি লিখেছেন ওয়াসিক সৈকত। গানটির সুর করেছেন টিএইচ তন্ময় ও তানজীর। সংগীত পরিচালনাও করেছেন তানজীর।
গানটি মূলত ভিকি জাহেদ পরিচালিত ‘লাভার্স ফুড ভ্যান’ নাটকের জন্য তৈরি হয়েছে। তৌসিফ ও সাফা অভিনীত নাটকটির চিত্রগ্রাহক বিদ্রোহী দীপন। আর নাটকটি প্রযোজনা করেছেন টি এইচ তন্ময় ও রাব্বি রাজ।
গানটি কোয়ানটাইজ মিউজিক গ্রুপের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। অন্যদিকে নাটকটি অবমুক্ত হবে বৃক্ষ ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে।
‘তুই মন খারাপের ছুটি’ গান প্রসঙ্গে তানজীর বলেন, ‘মিষ্টি প্রেমের একটি গান। শ্রোতারা আনন্দ পাবেন বলেই আমাদের বিশ্বাস।’
অন্যদিকে দিলশাদ নাহার কনা বলেন, ‘অনেক দিন পর নাটকের গান করলাম। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’
গানটির সুরকার টিএইচ তন্ময় বলেন, ‘এই গানটির সুর করতে গিয়ে আলাদা একটু মজা পেয়েছি। কনা ও তানজীরের ভোকালে সেটা দারুণ মানিয়েছে।’
এদিকে বৃক্ষ ফিল্মস ও কোয়ানটাইজ মিউজিক গ্রুপের এ বছর দশটির বেশি নাটক এবং এক ডজনের বেশি গান দর্শকদের জন্য উপহারের ঘোষণা দিয়েছে। আর এসব কনটেন্টে দর্শকদের সামনে হাজির হবেন দেশ সেরা তারকার।
বিডি প্রতিদিন/রণক/এমআই