বলিউড অভিনেত্রী দিয়া মির্জা গেল ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় বিয়ে করেছেন। এ নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হন এই অভিনেত্রী। তাদের মতে, একাধিক বিয়ে বলিউড তারকাদের অভ্যাসে পরিণত হয়েছে। দ্বিতীয় স্বামী ছেড়ে হয়তো সামনে তৃতীয় স্বামীর হাত ধরবেন দিয়া।
এরকম হাজারো কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন তিনি। দিয়া ইন্সটাগ্রামে লিখেছেন, ‘ভালোবাসা যে বৃত্তে এসে সম্পূর্ণ হয়, তাকে পরিবার বলে। ভালোবাসার দরজায় এসে কড়া নাড়া, সেই শব্দ শুনতে পেয়ে দরজা খুলে দেওয়া এবং তার চোখে নিজেকে খুঁজে পাওয়া—অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই নয়। সেই পূর্ণতা আর আনন্দই এবার বৃহত্তর পরিবারের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমি চাই, সব ধাঁধারা যেন নিজেদের হারিয়ে যাওয়া টুকরোগুলো খুঁজে পায়। কামনা করি, সব হৃদয়ের অসুখ যেন সেরে ওঠে। প্রার্থনা করি, ভালোবাসার এই অলৌকিক ধরন যেন আমাদের সবার জীবন ঘিরে ধীরে ধীরে উন্মোচিত হয়।’
বিডি-প্রতিদিন/শফিক