ভোট সামনে রেখে টলিপাড়াতে তারকাদের রাজনৈতিক দলে যোগদানের হিড়িক। তাদের কেউ যাচ্ছেন তৃণমূলে, কেউ আবার বিজেপিতে। এর মধ্যে নুসরাতের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন সত্ত্বেও যশ দাশগুপ্তা যোগ দিয়েছেন বিজেপিতে। খবর হিন্দুস্তান টাইমস এর।
এ ঘটনায় চলছে জোর আলোচনা। অনেকেই এ জুটির সঙ্গে বলিউড দম্পতি অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্নার তুলনাও উঠে এসেছে। বিজেপিতে যোগদান নিয়ে সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যশ।
যদিও এবিষয়ে তার বক্তব্য, ওহ না, অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না বিবাহিত। আমি আর নুসরাত তা নই। উল্লেখ্য, বর্তমানে অক্ষয় কুমারকে বিজেপি ঘনিষ্ঠ বলেই সকলে জানেন। অন্যদিকে বিজেপিকে আক্রমণ করে পোস্ট করতে দ্বিধা করেন না অক্ষয়পত্নী টুইঙ্কেল খান্না।
বিডি-প্রতিদিন/শফিক