প্রিয়াঙ্কা চোপড়া একাধারে অভিনেত্রী, প্রযোজক, গায়িকা হিসাবে নিজের প্রতিভা আগেই প্রকাশ করেছেন। এবার আত্মপ্রকাশ করলেন লেখিকা হিসেবে। ‘আনফিনিসড’ নামে প্রিয়াঙ্কার আত্মজীবনী এরই মধ্যে প্রকাশিত হয়েছে।
এই বইয়ে নিজের জীবন সম্পর্কে তার অভিজ্ঞতা, দুঃখ, পিতৃতান্ত্রিক সমাজ এবং পক্ষপাতিত্বের মতো নানা বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে ফলাও করে বলিউডে নিজের তিক্ত অভিজ্ঞতার কথাও লিখেছেন এই নায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনোদন জগতে নিরাপত্তাহীনতা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল প্রিয়াঙ্কাকে। সেই প্রশ্নের জবাবে এই নায়িকা জানান, নিরাপত্তাহীনতার জন্যই এতদিন মুখ বুজে ছিলেন ইন্ডাস্ট্রিতে। সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক