জনপ্রিয় টিভি শো 'ইন্ডিয়ান আইডল'-এর মঞ্চে দাঁড়িয়ে বিচারক এবং গায়িকা নেহা কক্কর বলেই ফেললেন, "এখনও মঞ্চে ওঠার আগে আমার অস্বস্তি হয়।" কেন? ভয়ে? একদমই না। আসলে নিজের চেহারা নিয়ে অস্বস্তিতে ভোগেন তিনি। নেহা জানান, "আমার চেহারা নিয়ে কেউ যদি কিছু বলে, সেকারণে এখনও আমার অস্বস্তি হয়।"
যুগ পাল্টালেও এখনও চেহারা, গায়ের রঙ নিয়ে কটুক্তি করতে পিছ পা হন না ভারতীয়দের একাংশ। সোশ্যাল মিডিয়ার দরুন যেকোনও মুহূর্তে, যেকোনও কারণে তারকাদের ট্রোলডও হতে হয়। এতদিন এই নিয়ে বহু নামকরা তারকারা মুখ খুললেও, একদমই চুপ ছিলেন নেহা। কিন্তু এবার আসলে এক প্রতিযোগিকে উজ্জীবিত করতেই নিজের দুর্বলতা প্রকাশ্যে আনলেন নেহা।
এই ছোটখাটো চেহারার মানুষটার সুরের মূর্ছনায় তোলপাড় শুরু হয় তরুণ প্রজন্মের হৃদয়ে, তারও আক্ষেপ রয়েছে। শুনে অবাক হয়েছেন অনেকে। আধুনিক যুগে ভারতের গানপ্রেমীদের মনের মধ্যে নেহা একাই যেন রাজ করেন। তার একটা গান রিলিজের পরেই মিলিয়নের পর মিলিয়ন শ্রোতা হাজির হয়ে যান। এবারে নিজের দুর্বলতার কথা শেয়ার করে আরও একটু প্রিয় হয়ে উঠলেন যেন নেহা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত