উত্তম কুমারের চরিত্রে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এবং মহানায়িকা সুচিত্রা সেনের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্তকে এবার দেখা যেতে চলেছে মহানায়ক উত্তমকুমারের বায়োপিকে। আর এই বায়োপিক পরিচালনায় আছেন পরিচালক অতনু বসু।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর এবার বায়োপিকে ধরা পড়বে মহানায়ক উত্তম কুমার। অতনু বসু এই নিয়ে তার ২৭ তম ছবি পরিচালনা করবেন। অতনু বসুর বয়স ৩০ বছর। এর আগে 'মহালয়া' ছবিতে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত এবং মহানায়ক ধারাবাহিকে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
২০২১ সালের অন্যতম বিগ বাজেটের ছবি হতে চলেছে এটি। প্রায় ৭০ জন অভিনেতা অভিনেত্রীকে কাজ করতে দেখা যাবে এই ছবিতে। তাই একথা বলতেই হবে এই সিনেমায় টলিউডের বড় অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় করতে দেখা যাবে। মহানায়কের বায়োপিকে মহানায়িকার ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। গৌরীদেবীর ভূমিকায় থাকবেন শ্রাবন্তী। খোদ মহানায়কের ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। ছবির নাম এখনও জানা যায়নি। তবে শীঘ্রই ছবির নাম ও কারা থাকছেন বিভিন্ন চরিত্রে তা জানা যাবে।
প্রায় ২-৩ বছর ধরে এই ছবি নিয়ে রিসার্চ করেছেন পরিচালক অতনু বসু। উত্তম কুমারের যেদিকগুলো আজ পর্যন্ত দর্শকের কাছেও অদেখা অজানা তাই উঠে আসবে এই সিনেমায়। এই নিয়ে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে এটি পরিচালক অতনু বসুর আজ দ্বিতীয় কাজ। এর আগে অতনু বসু পরিচালিত 'ব্ল্যাক কফি' সিনেমায় শাশ্বত চট্টোপাধ্যায় তার সঙ্গে কাজ করেছিলেন।
বিডদি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত