ক্যাট-ভিকির বিয়ের সব কিছুই ছিল গোপন। বিয়ের তারিখ থেকে বিয়ের আনুষ্ঠানিকতার কোনো কিছুই নিজের মুখে বলেননি বলিউডের এ পাওয়ার কাপল।
বিশেষ করে বিয়ে ছবি লুকিয়ে রাখার চেষ্টা ছিল তাদের। তবে ফাঁস হয়েই গেল বিয়ের আনুষ্ঠানিকতার ছবি। রাজস্থানের বিলাসবহুল 'সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা'র বারান্দায় নবদম্পতির ছবি এখন ছেয়ে গেছে ইনস্টাতে।
ভিকি ও ক্যাটরিনার বিয়েতে এতো গোপনীয়তা রাখার একটি কারণও রয়েছে। সেটা হলো, তাদের বিয়ের ছবি ও ভিডিও কিনে নিয়েছে আমাজন প্রাইম। ১০০ কোটি টাকার বিনিময়ে ভিডিওস্বত্ত্ব কিনেছে প্রতিষ্ঠানটি। শিগগিরই তারা সেটি প্রচার করবে বলে জানানো হয়েছিল। তাই কোনোভাবেই ভিডিও কিংবা ছবি ফাঁস করতে চাইছিলেন না এ দম্পতি। কিন্তু হাতের তালুতে থাকা পানির মতো ছবি ঠিকই ফাঁস হয়ে গেল।
লাল লেহেঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ায় নববধূ সেজেছিলেন ক্যাটরিনা। পোশাকের ডিজাইন করেছেন সব্যসাচী মুখার্জি। ঘিয়া রঙের শেরওয়ানি আর পাগড়িতে বরবেশে ছিলেন ভিকি।
অনলাইনে বেশ কটি ছবি পাওয়া গেছে। তার মধ্যে, অনেক দূর থেকে তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে নব দম্পতি। তাদের চারপাশে আলোর ঝলকানি আর নিচে দাঁড়িয়ে অতিথিরা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাঁচ দিয়ে সাজানো পাল্কিতে মণ্ডপে এসেছেন ক্যাটরিনা। ফুল দিয়ে সাজানো হয়েছিল কনের পাল্কি। সাদা ঘোড়ায় চেপে বিয়ে করতে এসেছিলেন ভিকি। শিশমহলের ভিতরে হয়েছে বিয়ের অনুষ্ঠান।
মণ্ডপের চার দিকে তাবু ফেলা হয়েছিল অতিথিদের জন্য। ৮০ কেজি ওজনের ১০ ধরনের মিষ্টি এসেছে তারকাদের বিয়েতে। কাটা হয়েছে চার লাখ টাকার কেক। তাছাড়া মেওয়া কচুরি, গোঁদ পাক, ডাল বরফি, গুজরাতি বাখলয়া, কাজু পান, চকো বাইটের মতো একাধিক মিষ্টি ছিল অতিথিদের জন্য। আনা হয়েছিল ১০০টি করে শিঙারা এবং ধোকলা। কবাব, মাছের থালি থেকে রাজস্থানি ডাল বাটি চুরমা, ১৫ রকমের ডাল ছাড়াও বিদেশ থেকে এসেছে ফল-সবজি।
নিরাপত্তায় ঢাকা ছিল সিক্স সেন্সেস বারওয়ারা। আনুষ্ঠানিকভাবে বিয়ের পর্ব শেষ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
বিডি প্রতিদিন/আরাফাত