মডেলিং ও রিয়েলিটি শো তারকা কিম কার্দেশিয়ান এবার আইনজীবী হওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছেন। মোট চারবার আইন পরীক্ষায় বসেছিলেন কিম। চারবারের চেষ্টায় অবশেষে তিনি পাশ করেছেন।
সোমবার টুইটারে কিম জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার প্রথম বর্ষের আইন বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষায় পাশ করেছেন তিনি। কিম আরও জানিয়েছেন, ‘বিষয়টা তার জন্য সহজ ছিল না।’
২০১৯ সালে কিম জানান, তিনি আইনজীবী হওয়ার জন্য পড়াশুনা করছেন। ‘বেবি বার’ নামের এই পরীক্ষায় পাশের ফলে ল অফিস স্টাডি প্রোগ্রামের আওতায় তিনি পড়াশোনা চালিয়ে নিতে পারবেন এবং চূড়ান্ত বার পরীক্ষায় অংশ নিতে পারবেন।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/ফারজানা