বিজয়ের আনন্দকে বাড়িয়ে তুলতে দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পীদের সাথে গান গাওয়ার সুযোগ করে দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ‘বিজয়ের সুরে নতুন এক্সপেরিয়েন্স’ ক্যাম্পেইনের আওতায় দেশের সকল সঙ্গীতানুরাগীরা সুযোগ পাচ্ছেন ঐতিহাসিক ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটির নতুন সংস্করণ তৈরি করার। গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত ভোটের সংখ্যার ভিত্তিতে এই বিখ্যাত গানটি নির্বাচন করা হয়।
সকল বয়সের মানুষ নিজেদের মত গানটির নতুন সংস্করণ তৈরি করে জমা দেন রবি’র ফেসবুক পেইজে। বিশিষ্ট শিল্পীদের সাথে পারফর্ম করার সুযোগ পেতে রবি’র আহ্বানে সারা দেশ থেকে ৫ হাজারের বেশি আবেদন জমা পরে, যার মধ্যে সিংহভাগই নতুন প্রজন্মের।
গানটিতে বিজয়ীরা সুযোগ পাবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কণ্ঠশিল্পী ডালিয়া নওশিনের পাশাপাশি আর্কের হাসান, নেমেসিসের জোহাদ, তানজির তুহিন, চিরকুটের শারমিন সুলতানা সুমি এবং সাবরিনা পড়শীর মতো বর্তমানের জনপ্রিয় তরুণ শিল্পীদের সাথে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটির নতুন সংস্করণ তৈরি করার।
ক্যাম্পেইনের আওতায় রবি’র ফেসবুক পেইজ থেকে ছয়জন বিজয়ী বাছাই করা হয়। বিজয়ীরা হলেন ফাল্গুনী দে, ওয়াহিদুল ইসলাম, জেবেল আখন্দ, আবির রহমান, পৃথ্বীরাজ পাইরো এবং মনিরুল ইসলাম। গানটির নতুন সংস্করণ তৈরি করতে বিজয়ীদের প্রস্তুত করছেন সুরকার পাভেল আরিন।
গত বছরের বিস্ময়কর সাফল্যের পর, টানা দ্বিতীয়বারের মত ‘বিজয়ের সুরে নতুন এক্সপেরিয়েন্স’ ক্যাম্পেইন চালু করেছে রবি। এর আগের বছর ‘নোঙ্গর তোল তোল’ গানটির নতুন সংস্করণ তৈরি করেছিল তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ