বাংলাদেশের বিজয়ের ৫০ বছর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান বিডি ২৯ মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পেয়েছে নতুন গান ‘বাংলাদেশ’। গানটির কথা লিখেছেনে কাতার প্রবাসী গীতিকার জসীম উদ্দিন আকাশ, কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের প্রতিভাবান ৬ কণ্ঠশিল্পী সালমা, এস কে শানু, মোহনা, মাহতিম শাকিব, বিউটি ও পরাগ বিশ্বাস।
গানটির ভিডিও নির্মাণ করেছেন সাজিন খান। চিত্রগ্রহণ করেছেন সানি খান। ‘বাংলাদেশ’ গানটির সুর করেছেন এস কে সানু, সঙ্গীত পরিচালনা করেছেন রফিকুল ইসলাম ফরহাদ, রোহান রাজ, এ এইচ তূর্য ও পরাগ বিশ্বাস।
গীতিকার জসীম উদ্দিন আকাশ বলেন, ‘বঙ্গবন্ধু আর বাংলাদেশ আমাদের সবচেয়ে বড় আবেগের নাম। সেই আবেগটাই গানে তুলে আনার চেষ্টা করেছি। এ প্রজন্মের শিল্পীরা অনেক দরদ গিয়ে গানটি করেছেন। আর সাজিন খান লাল সবুজের মায়ায় ভিডিওটি নির্মাণ করেছেন। আশা করছি সবার ভালো লাগবে।’
ভিডিও নির্মাতা সাজিন খান বলেন, ‘শতাধিক গানের ভিডিও নির্মাণ করেছি। তবে বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে এবারই প্রথম কাজের সুযোগ আসলো। এর মূল ক্রেডিট জসীম উদ্দিন আকাশের। ছয়জন জনপ্রিয় শিল্পীকে এক ফ্রেমে নিয়ে আসাটাও ভাগ্যের ব্যাপার। আশা করছি শ্রোতাদের মনে রাখার মতোই একটি কাজ এটি।’
ভিডিও লিংক :
বিডি-প্রতিদিন/শফিক/রণক