বাংলাদেশের রক এরিনার প্রতিষ্ঠিত তারকা ও ‘এভয়েড-রাফা’ ব্যান্ডের সঙ্গে যুক্ত হলেন দেশের জনপ্রিয় ড্রামার মোকাররম হোসেন। সম্প্রতি এই ব্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
নতুন ড্রামার পেয়ে উচ্ছ্বাসিত কন্ঠে ‘এভয়েড-রাফা’ ব্যান্ডের ভোকালিস্ট রায়েফ আল হাসান রাফা বলেন, অত্যন্ত গর্ব ও সম্মানের সাথে এভোয়েডরাফা-তে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ড্রামার মোকাররম হোসেনকে। মোকারম গত কয়েকটি কনসার্টে এবং মঞ্চে ও মঞ্চের বাইরে যোগ্য করে মোকাররম ক্রমাগত দেখিয়ে যাচ্ছে তার প্রতিভা ও যোগ্যতার ছাপ। বিগত কয়েকদিনের অভিজ্ঞতায় আমরা আরও উপলব্ধি করতে পেরেছি মানুষ হিসেবে তার বিশালতা এবং আমাদের ব্যান্ডের সে কতটা মানানসই। তারপরেও, একটি ব্যান্ডের সাথে পুরোপুরি মিশে যাওয়া একটি সময়সাপেক্ষ ব্যাপার, তাই সবাইকে আহ্বান জানাচ্ছি কিছুদিন ধৈর্য্য ধরে অপেক্ষা করার।
এভোয়েডরাফা-তে ড্রামার হিসেবে যুক্ত হওয়ার বিষয়ে মোকাররম হোসেন বলেন, ‘এভয়েড-রাফা’র সাথে যুক্ত হতে পারি আমি খুবই আনন্দিত। আমি আমার সেরাটা দিয়ে এই ব্যান্ডকে আরও সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবো। এছাড়াও আমরা যেন নতুনত্ব নিয়ে আসতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন