সালমান খানের ছবিতে যুক্তি না থাকুক, বক্স অফিসে তা ব্যবসা করবেই। বলিউডে সালমান খানের সাফল্যের সঙ্গে শাহরুখ খান এবং আমির খানের সাফল্যের তুলনা করা হয়। কিন্তু সালমান খান তার তিন দশকের অভিনয় ক্যারিয়ারে এমন সব রেকর্ড গড়েছেন যেসব রেকর্ড বাকি দুই খানের নেই।
আজ ২৭ ডিসেম্বর বলিউডের ভাইজান সালমান খানের জন্মদিন। বেশ ধুমধাম করেই জন্মদিন উদযাপন শুরু করেছেন সালমান। তিন দশকের অভিনয় ক্যারিয়ারে তার করা রেকর্ডসমূহ:
১৯৯৪ সালে মুক্তি পায় সালমান অভিনীত কালজয়ী ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’। মুক্তির পর সিনেমাটির টিকিট বিক্রি হয়েছিল ৭ কোটি ৪০ লাখের বেশি, যা অনেক বড় একটি রেকর্ড।
২০১০ সাল থেকে সালমানের মুক্তি পাওয়া সিনেমাগুলো ১০০ কোটি রুপি কিংবা এর বেশি ব্যবসা করেছে। এসব ছবির মধ্যে আছে ‘দাবাং’, ‘দাবাং টু’, ‘কিক’, ‘জয় হো’, ‘রেডি’, ‘বডিগার্ড’ ইত্যাদি। যা আর কোনো বলিউড তারকার নেই।
বলিউডের এক মাত্র অভিনেতা হিসেবে সালমান খানের তিনটি ছবি ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে, এগুলো হলো ‘বজরঙ্গী ভাইজান’, ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘সুলতান’।
ইউটিউবে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ট্রেলার ও এর গান ‘সোয়াগ সে স্বাগত’ গানটি ভিউয়ের ক্ষেত্রে রেকর্ড গড়েছিল।
বিডি প্রতিদিন/ফারজানা