নাসিরুদ্দিন শাহ, বলিউডের অন্যতম আলোচিত অভিনেতা। তিনি অভিনয়ের পাশাপাশি প্রায়ই বিভিন্ন মন্তব্যের কারণে চর্চায় থাকেন। এবার এই বর্ষীয়ান অভিনেতা মুঘলদের নিয়ে মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিলেন।
তিনি বলেছেন, ‘মুঘলদের নৃশংসতা নিয়ে প্রায়শয়ই চর্চা হয়। কিন্তু আমরা ভুলে যাই মুঘলরা সেই মানুষ যাঁদের অবদান অনস্বীকার্য এই দেশের উন্নয়নে। মুঘলরাই ভারতের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রসিদ্ধ স্থাপত্যগুলো গড়ে তুলেছে। নাচ, গান, আঁকা, সাহিত্য- সব ক্ষেত্রে মুঘলদের অবদান রয়েছে। এটাকে তাঁরা নিজেদের মাতৃভূমি হিসাবে গড়ে তুলেছে, চাইলে আপনারা তাঁদের রিফিউজি বলতেই পারেন।’
নাসিরুদ্দিন শাহের এই মন্তব্য মোটেই ভালো চোখে দেখছে না ভারতীয় সোশ্যাল মিডিয়ার একাংশ। রীতিমতো তাদের রোষের মুখে পড়ছেন বর্ষীয়ান অভিনেতা।
নাসিরুদ্দিন শাহকে আক্রমণ করে কেউ লিখেছেন, ‘বুঝতে পারি না আক্রমণকারীদের উপর সবার এতো অবসেশন কীসের?’ কেউ লিখেছেন, ‘কী মুঘলরা রিফিউজি... হাসালেন।’ অনেকে লিখেছেন, ‘মনে হয উনি ওঁনার জ্ঞানবুদ্ধি হারিয়ে ফেলেছেন। কারুর ওঁনাকে সিরিয়ালসি নেওয়ার প্রয়োজন নেই। আমাদের দেশে অকৃতজ্ঞ মানুষের অভাব নেই, উনিও তেমনই একজন।’
সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক