বিয়ে করলেন বলিউড অভিনেতা মোহিত রায়না। হিন্দি ধারাবাহিক 'দেবো কা দেব মহাদেব' দিয়ে তিনি দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। পরবর্তীতে বড় পর্দাতেও তাকে দেখা গিয়েছে বিভিন্ন ছবিতে। বছরের প্রথম দিনই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সুখবর জানিয়েছেন অভিনেতা।
শনিবার ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন মোহিত রানা। সঙ্গে লিখেছেন, ‘ভালোবাসা কোনও বাধা মানে না। অনেক বড় বড় বাধা পেরিয়ে যায়। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যেকোনও দেওয়াল টপকে যায়। বাবা-মা গুরুজনদের আশীর্বাদ এবং সকলের ভালোবাসা শুভেচ্ছা ও মনে অনেক আশা নিয়ে আমরা নতুন জীবন শুরু করলাম। আপনাদের প্রত্যেকের ভালোবাসা এবং আশির্বাদ চাই আমাদের নতুন জীবন শুরুর পথে।’
ছোট পর্দার ধারাবাহিক 'দেবো কা দেব মহাদেব' দিয়ে জনপ্রিয়তা পান অভিনেতা মোহিত রায়না। পরবর্তীতে তাকে দেখা গিয়েছে 'সিদ্দত' ছবিতে। এছাড়াও 'মুম্বাই ডায়রিজ ২৬/১১' ছবিতে ড. কৌশিক ওবেরয়ের চরিত্রে অভিনয় করেন মোহিত।
বিডি প্রতিদিন/ফারজানা