গত বছরের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। বছর ঘুরতেই আবারও প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে এ তথ্য জানিয়ে পার্নো মিত্র লিখেন—“একটি গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে জানাতে চাই। আমি করোনায় আক্রান্ত। মৃদু উপসর্গ রয়েছে, আইসোলেশনে রয়েছি। গত তিনদিনে আমার সংস্পর্শে যারা এসেছেন তারা দয়া করে কোয়ারেন্টাইনে থাকুন। প্রয়োজনে পরীক্ষা করে নিন। সাবধানে থাকুন। মাস্ক পরুন।”
বিডি প্রতিদিন/কালাম