ভারতীয় দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলী’খ্যাত এই অভিনেতা বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রভাসের নতুন সিনেমা 'রাধেশ্যাম'র গান সম্প্রতি প্রকাশ পেয়েছে টি সিরিজের ইউটিউব চ্যানেলে। তবে এবার প্রশ্ন উঠেছে যে, প্রভাস-পূজা হেগড়ে অভিনীত 'রাধেশ্যাম' সিনেমার মুক্তির দিন কি পিছিয়ে যাবে? কারণ ভারতে করোনা সংক্রমণ বাড়ছে। বিগ বাজেটের বেশ কিছু সিনেমা মুক্তি দেওয়ার কথা থাকলেও করোনার জন্য স্থগিত করা হচ্ছে। নেট পাড়ার টক অব দ্য টাউন হলো তাহলে কি এবার প্রভাস-পূজা হেগড়ে অভিনীত 'রাধেশ্যাম' সিনেমার মুক্তির দিনও পিছিয়ে যাবে?
করোনার কারণে বেশ কিছু সিনেমা হল বন্ধ রাখা হচ্ছে। যার রেশ ধরেই ‘জার্সি’, ‘আরআরআর’-এর মতো সিনেমা মুক্তির দিন পিছিয়েছে। যদিও 'রাধেশ্যাম' সিনেমা নির্মাতাদের পক্ষ থেকে অনুরাগীদের আশ্বস্ত করেছেন প্রচারের দায়িত্বে থাকা ভামসি-শেখর জুটি।
সোমবার (৩ জানুয়ারি) টুইটে বিবৃতি দিয়ে তারা জানিয়েছেন যে, 'নির্ধারিত দিনেই মুক্তি পাবে ‘রাধেশ্যাম’। আগামী ১৪ জানুয়ারিতেই পর্দায় আসছে প্রভাস অভিনীত সিনেমাটি।
প্রযোজনা সংস্থা থেকে আশ্বস্ত করার পরও চর্চা থামেনি বলিপাড়ায়। অনেকেরই প্রশ্ন লোকসান সত্ত্বেও কি নির্ধারিত দিনে সিনেমা মুক্তির ঝুঁকি নেবেন নির্মাতারা? এর আগে এসএস রাজামৌলির পরিচালনায় রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগণ অভিনীত বিপুল বাজেটের ‘আরআরআর’ পর্দায় আসার কথা ছিল ৭ জানুয়ারি। ওমিক্রনের প্রভাবে স্থগিত হয়ে যায় মুক্তির দিন।
এদিকে, বর্তমান সময়ে ভারতীয় অভিনেতাদের মধ্য সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন তেলেগু সুপারস্টার প্রভাস। ‘বাহুবলী’ সিনেমায় অভিনয়ের পর থেকে কদর বেড়েছে এ অভিনেতার। শোনা যাচ্ছে ‘আদিপুরুষ’ সিনেমার জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এ অভিনেতা। বলিউডের প্রভাবশালী এক সংবাদমাধ্যমের খবর, ‘আদিপুরুষ’ ও ‘স্পিরিট’ সিনেমার জন্য এমন উচ্চ পারিশ্রমিক দাবি করেছেন প্রভাস। ভারতের সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক ধারণা করা হচ্ছে এটাকে।
বিডি প্রতিদিন/এএম