ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বিয়ে করতে যাচ্ছেন। জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এর আগে তার গায়ে হলুদের আয়োজন করা হয়। গায়ে হলুদে মিম ও তার হবু বর সনি পোদ্দারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
বিদ্যা সিনহা মিম গত বছর তার জন্মদিনে বাগদান সেরেছিলেন। মিমের হবু বর সনি পোদ্দারের বাড়ি কুমিল্লায়। পেশায় তিনি ব্যাংকার।
মিম জানিয়েছেন, ‘ছয় বছর ধরে সনির সঙ্গে তার প্রেমের সম্পর্ক। একটা সময় দুই পরিবারের সদস্যদের তাদের সম্পর্কের কথা জানানো হয়। দুই পরিবারই শুরু থেকে ইতিবাচক ছিল। সবাই মিলে সিদ্ধান্ত নেন, গত বছরের জন্মদিনে বাগদান সেরে নেওয়ার।’
বিডি প্রতিদিন/ফারজানা