‘মেরি ইয়ার কি শাদি হ্যায়’, ‘নীল অ্যান্ড নিকি’, ‘প্যায়ার ইমপসিবল’— এই ছবিগুলোর মধ্যে সাদৃশ্য খুঁজে বের করতে পারবেন?
উত্তরটা বলেই দেওয়া যাক। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ছবিগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর এই তিনটি ছবিরই নায়ক বলিউডের প্রথম সারির প্রযোজক যশ চোপড়ার ছেলে উদয় চোপড়া। বাবা এবং ভাই আদিত্য চোপড়ার মতো ক্যামেরার পিছনে নিজেকে সীমাবদ্ধ না রেখে অভিনয় করেছেন একাধিক ছবিতে। কিন্তু নায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে পারেননি নিজেকে।
কিন্তু এখন আর তিনি ছবি করেন না। এমনকি পার্শ্ব চরিত্রেও দেখা যায় না তাকে। কিন্তু তাতেও ভাটা পড়েনি তার রোজগারে। উদয়ের আয় শুনলে অবাক হয়ে যেতে পারেন আপনিও।
উদয়ের মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ কোটি টাকা)। উদয় তার ভাইয়ের সঙ্গে ‘যশরাজ ফিল্মস এন্টারটেনমেন্ট’-এর ব্যবসা দেখাশোনা করেন।
‘ইয়োমিক্স’ নামে তার নিজের একটি সংস্থাও রয়েছে। যশরাজ ফিল্মসের বিভিন্ন বিখ্যাত ছবির কমিকস তৈরি করে এই সংস্থা। লাভও করে প্রচুর।
নায়ক হিসেবে পাশ নম্বর পাননি ঠিকই। তবে ব্যবসায়ী হিসেবে উদয় যে সফল, তা আর আলাদা করে বলে দিতে হয় না। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/কালাম