কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীতপরিচালক শান সায়েক এবার হাজির হচ্ছেন ভিন্ন রকম এক প্রকল্প নিয়ে। প্রকল্পের নাম ‘কালারস অব ফোক’। এই প্রকল্পের অধীনে ১০০ ফোক গান নতুন সংগীতায়োজনে গাইবেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। গানগুলোর সংগীতায়োজন করবেন শান নিজে। এর মধ্যেই ২০টি গানের রেকর্ডিং শেষ করেছেন শান।
গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি, দিনাত জাহান মুন্নী, সাব্বির জামান, লুৎফর হাসান, অন্তরা রহমান, নির্ঝর চৌধধুী, রাশেদ, প্রমি, স্নিগ্ধা জামান, জোবায়ের শাওন, তরিক মৃধা, লতা আচারিয়া, স্বপ্নীল সজীব, তানজিনা আহমেদ মিতা, মারিয়া, মিলানা মোমিন, প্রেরণা, প্রতীক্ষা, শেখ মহসীন, মেজবাহ বাপ্পী ও সজীব রুম্মান। বাকী গানগুলোর কাজ চলছে বলে জানান শান।
এই প্রকল্প প্রসঙ্গে কন্যারেখ্যাত এই কণ্ঠশিল্পী বলেন, ‘ফোক গান আমাদের প্রাণ। এই গানগুলো সারাক্ষণই আমাদের শুনতে ইচ্ছ করে। মূলত তেমন গানগুলোর মূল আমেজ ঠিক রেখে নতুন করে করছি। আশা করছি, শ্রোতারা পছন্দ করবেন।’
গানগুলো প্রকাশ পাবে প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিক আর্ট এর ব্যানারে।