অলিম্পিকে পদকজয়ী সাইনা নেহওয়ালের পোস্টে বিতর্কিত মন্তব্য করার জন্য প্রবল সমালোচিত হয়েছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ। অবশেষে সাইনার কাছে ক্ষমা চাইলেন সিদ্ধার্থ। টুইটারে দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ লিখেছেন, ‘‘প্রিয় সাইনা, কয়েক দিন আগে আপনার একটি টুইটের উত্তরে আমি যে বদ রসিকতা করেছিলাম সেজন্য ক্ষমা চাইছি।’
সাইনার নারী পরিচয়ের জন্য সেই মন্তব্য করেননি দাবি করে সিদ্ধার্থ আরও লিখেছেন, ‘হয়তো আপনার বহু মতের সঙ্গেই আমি একমত নই। কিন্তু আপনার টুইট পড়ার পরে রাগে কিংবা অসন্তোষের কারণে ওই শব্দপ্রয়োগ ও আচরণ করেছি- সেটা সাফাই হিসেবে দেওয়া চলে না। যে রসিকতাকে পরে ব্যাখ্যা করতে হয়, সেটাকে মোটেই ভাল রসিকতা বলা চলে না।’
সিদ্ধার্থ জানিয়েছেন, ওই কমেন্ট তিনি কোনও হীন উদ্দেশ্যে করেননি। এমনকী, কোনও ধরনের লিঙ্গবৈষম্যের খোঁচাও তিনি দিতে চাননি। সবশেষে তিনি লেখেন, ‘‘আমি আশা করছি, এটাকে আমরা পিছনে ফেলে এগিয়ে যাব। আপনি সব সময়ই আমার চ্যাম্পিয়ন থাকবেন।’’
বিডি প্রতিদিন/ফারজানা