সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিজের নতুন ছবির কথা ঘোষণা দিলেন বলিউডের তারকা অক্ষয় কুমার। তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন ইমরান হাসমিও। আর নির্মাতা করণ জোহর তাদের দুজনকে এক করছেন। তারই প্রযোজনায় অক্ষয়-ইমরান অভিনয় করবেন ‘সেলফি’ নামের নতুন একটি সিনেমায়।
বুধবার (১২ জানুয়ারি) একটি টিজার প্রকাশ করে সিনেমা নাম ও অক্ষয়-ইমরান অভিনয় করার বিষয়টি ঘোষণা করা হয়। ৪৯ সেকেন্ডের টিজারে ইতোমধ্যে মুগ্ধ দর্শক।
ইনস্টাগ্রামে নতুন সিনেমাটির টিজার শেয়ার করে অক্ষয় কুমার লেখেন, ‘সেলফি পেশ করছি। নতুন যাত্রায় আপনাদের প্রচুর হাসি, বিনোদন এবং আবেগে ভাসাবো। শিগগিরই শুটিং শুরু হবে’।
টিজার মুক্তির আগেই ইমরান হাসমির সঙ্গে তোলা একটি সেলফি তোলার ছবি পোস্ট করেন অক্ষয়। ছবিতে দেখা যায় দুজনই বাইকে বসে পাশাপাশি, সেলফি নিতে দেখা যাচ্ছে। ছবিটিতে ট্যাগ করা হয় করণ জোহরকেও।
পোস্টের কমেন্টে করণ লেখেন, ‘একদম, আমার কোনো মিল নেই এখানে’।
‘সেলফি’তে আরও অভিনয় করবেন কারিনা কাপুর খান, দিলজিৎ দোসাঞ্জ এবং কিয়ারা আডবানি। ২০১৯ সালে মালায়লম সিনেমা ‘ড্রাইভিং লাইসেন্স’-এর রিমেক ‘সেলফি’।
বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে যে ভিডিওটি পোস্ট করেছেন অক্ষয়, সেখানে দেখা যাচ্ছে বাসস্ট্যান্ড এলাকায় একটি গানে চেনা ভঙ্গিতেই নাচছেন সুপারস্টার। যাতে পা মিলিয়েছেন ইমরানও। আর গানের শেষে সবাই মিলে তুলছেন সেলফি।
বিডি প্রতিদিন/এএম