অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যায় স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল ও তার বন্ধু এসএমওয়াই আব্দুল্লাহ ফরহাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুই আসামিকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের এ আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাবেয়া বেগম।
দুই আসামিকে মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক চুন্নু মিয়া আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন। আদালতে এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। দেয়া হয়নি জামিনের আবেদন।
পারিবারিক বিষয়ে টানাপোড়েন ও দাম্পত্য কলহের জেরে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরপর মরদেহটি গুম করার চেষ্টা করা হয়েছিল।
গতকাল সোমবার ঢাকার কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় রাইমা ইসলাম শিমুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাতেই তার স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল ও ফরহাদকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন