মাতৃত্বের কারণে প্রতিশ্রুতি ভুলছেন না প্রিয়াঙ্কা চোপড়া। কথা রাখবেন তিনি। ফারহান আখতারের নতুন ছবি ‘জি লে জারা’-তে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় এই তারকা। মঙ্গলবার শোনা গিয়েছিল, প্রযোজক জুটি ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানির ছবি থেকে সরে দাঁড়াতে চাইছেন প্রিয়াঙ্কা। কিন্তু সে তথ্যকে ‘মিথ্যা খবর’ বলে দাবি বলিপাড়ার সূত্রের।
সারোগেসির মাধ্যমে প্রিয়াঙ্কা এবং তার স্বামী নিক জোনাসের কোলে কন্যাসন্তান এসেছে। যদিও নির্ধারিত তারিখের ১২ সপ্তাহ আগে সন্তানের জন্ম হয়েছে বলে এখনও হাসপাতালে ভর্তি তাদের সন্তান। তা নিয়ে খানিক ব্যস্ত তারকা-দম্পতি। জানা যায়, প্রিয়াঙ্কা মাতৃত্বের দায়িত্ব পালন করার জন্য আগামী সব ছবির শুটিং বাতিল করেছেন।
বহু দিন পরে আবার বলিউডে কাজ করা নিয়ে উত্তেজিত ছিলেন প্রয়াঙ্কা। তার অনুরাগীরাও অপেক্ষা করছিলেন ছবির জন্য। ফারহানের এই ছবিতে নিক-পত্নী ছাড়াও রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র সিক্যুয়েল হিসেবে বানানো হবে ছবিটি।
তারই মাঝে সন্তানের জন্ম হওয়ায় খবর রটে, ‘জি লে জারা’-র জন্য সময় বের করতে পারবেন না প্রিয়াঙ্কা।
আরও একটি সূত্রের দাবি, প্রিয়াঙ্কা নন, এ ছবিতে তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক জুটিই। তাদের আশঙ্কা, এবার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে শুটে হয়তো ঠিক মতো সময় দিতে পারবেন না তিনি। তাই তাকে বাদ দিয়ে নাকি অন্য কোনও অভিনেত্রীকে নেওয়ার কথা ভাবছেন ফারহান-রীতেশ।
কিন্তু সমস্ত খবরকে ‘মিথ্যা এবং ভিত্তিহীন’ বলে জানিয়েছেন সূত্র। তার দাবি, প্রিয়াঙ্কা এই ছবিতে কাজ করবেন। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/কালাম