প্রকাশ্যে সালমান খান ও শাহরুখ খান সৌজন্য বজায় রেখে চলেন। বড় পর্দায় ‘করণ-অর্জুন’সহ একাধিক ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের। একে অপরের ছবিতে অতিথি চরিত্রেও কাজ করেছেন। দুঃসময়েও একে অপরের পাশে দাঁড়ানোর দৃষ্টান্তও আছে। তবে দুই সুপারস্টার নাকি একে অপরের সাফল্যকে ঈর্ষা করেন। সালমানের বাবা সেলিম খান নিজেই জানিয়েছেন এই তথ্য।
বলিউডের খ্যাতনামা প্রযোজক সেলিম খান জানান, ‘‘সালমান-শাহরুখের মধ্যে কখনও ভাল বন্ধুত্ব হতে পারে না। দুই অভিনেতা একে অপরের প্রতিদ্বন্দ্বী। সালমানের ছবি হিট করলে শাহরুখ পার্টি দেবে- তা কোনও দিন হতে পারে না। ঠিক তেমনই এর উল্টোটাও সম্ভব নয়। শাহরুখ সাফল্যের মুখ দেখলে সালমান কখনওই নেচে গেয়ে আনন্দ করবে না’’।
সেলিম খান আরও বলেন, ‘‘আজকাল অভিনেতাদের মধ্যে সহ্যক্ষমতা এবং ধৈর্যশক্তি কম রয়েছে। ছোট ছোট জিনিস নিয়ে তারা কষ্ট পায়। এক অভিনেতা অন্য অভিনেতাকে তার প্রাপ্য সম্মানটুকুও দেন না’’।
বিডি প্রতিদিন/ফারজানা