কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রায়’ মধ্য প্রদেশে পা মেলালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। দলটির টুইটারে পোস্ট করা ছবিতে রাহুলের পাশে স্বরাকে দেখা গেছে।
স্বরা ভাস্কর নিজেও কংগ্রেসের সেই পোস্টটি টুইটারে রিপোস্ট করেছেন।
এর আগেও অভিনেতা অমল পালেকর, সন্ধ্যা গোখলে, পূজা ভাট, রিয়া সেন, সুশান্ত নিং, মোনা, রেশমি দেশাই ও আকাঙ্ক্ষা পুরি এই যাত্রায় পা মিলিয়েছেন।
মধ্যপ্রদেশ থেকে রাহুলের এই দীর্ঘযাত্রা ৪ ডিসেম্বর রাজস্থানে প্রবেশ করবে। মহারাষ্ট্র হয়ে রাহুল ২৩ নভেম্বর মধ্যপ্রবেশে ঢোকেন।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল