বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আরমিনা খান। অনেকেই তাকে শুভকামনা জানিয়েছেন। তবে কেউ কেউ তাকে নিয়ে বিদ্রুপ করেছেন। আক্রমণাত্মক মন্তব্য করতেও ছাড়েননি। আর এসব নীরবে মেনে নেননি আরমিনা। কঠোর ভাষায় সমালোচনার জবাবও দিয়েছেন ‘বিন রোয়ে’ খ্যাত এ অভিনেত্রী।
এক ব্যক্তি আরমিনার বিরুদ্ধে মাতৃত্বকালীন ফটোশুট করে ‘হলিউডের নকল’ করার অভিযোগ তুলেছিলেন। তার মন্তব্য শেয়ার করে আরমিনা কঠোর সমালোচনা করেছেন। আরমিনা লিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জায়গায় তিনি কথা বলেছেন। এখানে তিনি তার সন্তান প্রসবসহ সবকিছু শেয়ার করবেন। তিনি অন্য কারও সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কারও জায়গায় কিছু বলেননি। তাই অন্যদেরও বিষয়টি মাথায় রাখা উচিত।
আরমিনা আরও বলেছেন, ‘মাতৃত্ব ও এর সঙ্গে যুক্ত সবকিছুই ভীষণ সুন্দর। এখানে লজ্জার কিছু নেই’। আরমিনা নারীদের উৎসাহিত করে লিখেছেন, ‘আমাদের উচিত এগুলো নিয়ে আলোচনা করা ও নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করা’। সূত্র : ডন