মিলিটারি সার্ভিসে যোগ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএসের জ্যেষ্ঠ সদস্য জিন। তিনি বিটিএসের প্রথম সদস্য হিসেবে মিলিটারি সার্ভিসে যোগ দিয়েছেন। মিলিটারি সার্ভিসে যোগ দেওয়ার আগে লম্বা চুলগুলো ছেঁটে ফেলেছেন জিন। মঙ্গলবার নতুন হেয়ারকাটের ছবি আপলোড করে জিন বলেছেন, ‘আমি যেমনটা ভেবেছি তার চেয়েও বেশি কিউট লাগছে’।
দশকের পর দশক ধরে সংঘাত বন্ধ থাকলেও কৌশলগতভাবে প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে এখনো যুদ্ধ থামেনি দক্ষিণ কোরিয়ার। সীমান্তে এখনো দুই দেশের সৈন্য মোতায়েন রয়েছে। দক্ষিণ কোরিয়ায় শারীরিকভাবে সক্ষম সবাইকেই সামরিক প্রশিক্ষণ নিতে হয়। সঙ্গীত অঙ্গনের তারকা জিনের ক্ষেত্রেও তাই ঘটেছে। যদিও ভক্তরা চেয়েছেন, তাদের যেন অব্যাহতি দেওয়া হয়। তবে বিটিএসকে অব্যাহতি দেয়নি কর্তৃপক্ষ।
সরকারি নিয়ম মেনে উত্তর কোরিয়ার সীমান্তে বুটক্যাম্পে ৫ সপ্তাহের প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন জিন। প্রশিক্ষণ শেষে তাকে ফ্রন্টলাইন ইউনিটে যুক্ত করা হতে পারে। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা